এশিয়ান গেমস ক্রিকেটে মেয়েদের মতো ছেলেরাও প্রত্যাশা পূরণ করতে পারেনি। শেষ পর্যন্ত সঙ্গী হয়েছে ব্রোঞ্জ পদক। টেস্ট খেলুড়ে দেশ হওয়ায় বাংলাদেশ সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলার সুযোগ পেয়েছিল। প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে কোনো রকমে জিতে সেমিফাইনালে উঠলেও ভারতের বিপক্ষে লজ্জাজনক পরাজয় বরণ করেছে। ফলে ব্রোঞ্জের জন্য লড়তে হয় তৃতীয় স্থান নির্ধারণীতে। সেখানে পাকিস্তানকে হারিয়ে পদক জিতেছে সাইফ হাসানের দল। এর ফলে হ্যাংঝুতে এশিয়ান গেমসে মেয়েদের পর ছেলেরাও ক্রিকেটে বাংলাদেশকে পদক এনে দিলো। রোমাঞ্চকর ম্যাচে শেষ বলে চার মেরে জিতেছে লাল-সবুজ দল। বৃষ্টির কারণে ম্যাচের দৈর্ঘ্য কমে দাঁড়ায় ৫ ওভারে। নির্ধারিত ৫ ওভারে আগে ব্যাট করে পাকিস্তান ১ উইকেটে সংগ্রহ করে ৪৮ রান। ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ৬৫। কঠিন সেই লক্ষ্য বাংলাদেশ ছুঁয়েছে ইয়াসির আলী ও আফিফ হোসেনের ঝড়ো ব্যাটিংয়ে। শেষ ৬ বলে জয়ের জন্য প্রয়োজন ছিল ২০ রান। প্রথম চার বলে ২ ছক্কা, দুটি ডাবলসে জয়ের কাছাকাছি পৌঁছেও যায় তারা। শেষ দুই বলে প্রয়োজন পড়ে ৪ রান। কিন্তু পঞ্চম বলে ইয়াসির আউট হলে শঙ্কা তৈরি হয় তীরে এসে তরী ডোবার। কিন্তু শেষ বলে নতুন ব্যাটার রাকিবুল চার মেরে ৬ উইকেট হাতে রেখে দলের জয় নিশ্চিত করেছেন। ১৬ বলে ৩ চার ও ২ ছক্কায় ইয়াসির খেলেছেন ৩৪ রানের দুর্দান্ত ইনিংস। আফিফ করেছেন ১১ বলে ২০ রান। সাইফ হাসান ও জাকির হাসান কেউই রানের খাতা খুলতে পারেননি।