28.9 C
Bangladesh
Monday, 14, July 2025
spot_img

কালীগঞ্জে না ফেরার দেশে সাবেক সাংসদ সদস্য আব্দুল মান্নান

ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য, প্রবীণ রাজনীতিবিদ ও কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল মান্নান (৭৫) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি..রজিউন)। শনিবার সকালে কালীগঞ্জ শহরের আড়পাড়ার নিজ বাস ভবনে সকাল ৭টা দিখে তিনি ইন্তেকাল করেন । তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস রোগে ভুগছিলেন। পারিবারিকভাবে জানানো হয়েছে মৃত্যুর আগে ডায়াবেটিস লেভেল জিরো ও গ্যাসফ্রম করেছিলেন। মৃত্যুকালে স্ত্রী ও এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মহরুম আবদুল মান্নানের ভাইপো কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক সায়েদ কবির লিমন সাংবাদিকদের জানান ,তিনি রাজনৈতিক জীবনে ১৯৭৭ সাল থেকে পরপর তিনবার ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন , ১৯৯৩ সাল থেকে দুইবার কালীগঞ্জ পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন , এবং ২০০৮ সালে সংসদ নির্বাচনে আওয়ামীলীগের দলীয় প্রার্থী হিসাবে ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। এছাড়া ২০০৪ সাল থেকে কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন। তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন এলাকার বিভিন্ন স্তরের মানুষ ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles