ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলায় ভেজাল বিরোধী অভিযান ও মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করা হয়েছে।
১৫ ডিসেম্বর কালীগঞ্জের শিবনগরে মেসার্স সেরা চানাচুর এর উৎপাদিত চানাচুর পণ্যের অনুকূলে সিএম লাইসেন্স গ্রহণ না করে মিথ্যা তথ্য প্রদান করার অপরাধে উক্ত প্রতিষ্ঠান এর বিরুদ্ধে মামলা দায়ের করা হয় ও মোবাইলকোর্টের মাধ্যমে বিএসটিআই আইনে দশ হাজার টাকা জরিমানা করা জয়। একই বাজারে মেসার্স নুর চানাচুর নামের চানাচুর প্রতিষ্ঠানে উৎপাদিত পণ্যের অনুকূলে সিএম লাইসেন্স গ্রহণ ব্যতিত মিথ্যা তথ্য প্রদান করার অপরাধে বিএসটিআই আইনে দশ হাজার টাকা জরিমানা করা হয়। উক্ত মোবাইল কোর্ট সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ হাবিবুল্লাহ এর নেতৃত্বে পরিচালিত হয়। ও প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন খুলনা বিএসটিআই ফিল্ড অফিসার (সিএম) জনাব মোঃ তারিকুল ইসলাম সুমন।