ঝিনাইদহ কোটচাঁদপুরে গুড় পড়া ক্যাম্প পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ডাবলু উৎশৃংখল কিছু ছেলে র হাতে মারধরের শিকার হয়েছেন। এ ঘটনায় এখন পর্যন্ত পাঁচজনকে আটক করতে পেরেছেন। বুধবার ঈদের দিন (২১ জুলাই) বিকাল ৩ ঘটিকায় জগদীশপুর গ্রামে বাওড় ধারে এমন ঘটনা ঘটে।স্থানীয় সুত্র থেকে জানা যায়, বহিরাগত কিছু ছেলে নেশাগ্রস্ত অবস্থায় নিজেদের উপর হাতাহাতি করছিল। এমন সময় পাশ দিয়ে সিভিল ড্রেসে যাচ্ছিলো গুড়পাড়া ক্যাম্পের এস আই ডাবলু। এসআই তাদেরকে সাবধান করতে গেলে তারা প্রথমে এসআইকে ধাক্কা মেরে পানিতে ফেলে দেয়। পরে আবার উঠে সাবধান করতে গেলে হাতাহাতি মত অবস্থা সৃষ্টি হয়। পরবর্তীতে যখন জানতে পারে তিনি এই ক্যাম্পের এসআই তখন যে যেদিকে পারে পলাতে থাকে। এ ঘটনায় এসআই তার নিজস্ব কৌশলে পাঁচজনকে আটক করতে করে। তবে স্থানীয়রা অনেকে বলেছেন পুলিশ যদি পোশাক পড়ে ডিউটি করত তাহলে এই ধরনের ঘটনা ঘটত না এজন্য অনেকে দাবি করেছে পুলিশ পোশাক পরিহিত অবস্থায় থাকলে এই ধরনের ঘটনা ঘটতো না