দ্য হাঙ্গার প্রজেক্ট ও তার অঙ্গ সংগঠন ইয়ুথ এন্ডিং হাঙ্গারের যৌথ আয়োজনে ঝিনাইদহে অনুষ্ঠিত হতে যাচ্ছে নাগরিক অলিম্পিয়াড ২০২৩। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গতকাল শনিবার বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ রোববার ও আগামী সোমবার, মঙ্গলবার,বুধবার স্ব স্ব শিক্ষাপ্রতিষ্ঠানে বুথ বসবে। উক্ত বুথে সশরীরে রেজিস্ট্রেশন করতে হবে। এ ছাড়া যদি উক্ত দিনে কেউ রেজিস্ট্রেশন করতে না পারেন, তাহলে অনলাইনে রেজিট্রেশন সম্পন্ন করতে বলা হয়েছে।
এজন্য ভেন্যু ঠিক করা হয়েছে ঝিনাইদহ শিশু একাডেমির অডিটোরিয়াম। সময় সকাল ০৯:৩০ মিনিট। এক্ষেত্রে অংশগ্রহণকারীদের অবশ্যই অলিম্পিয়াড এর দিন সকাল ০৯:১৫ মিনিটে আমাদের ভেন্যুতে সশরীরে উপস্থিত হয়ে রেজিস্ট্রেশন বুধে ১০ টাকা রেজিস্ট্রেশন ফি জমা দিয়ে অ্যাডমিট কার্ড গ্রহণ করতে হবে। অন্যথায় অলিম্পিয়াডে অংশগ্রহণ করতে পারবেন না বলেও জানানো হয়।
বিজয়ীদের মধ্যে প্রথম তিনজন জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগসহ সকল অংশগ্রহণকারী জন্য সার্টিফিকেট ও প্রথম দশ জন বিজয়ীর জন্য থাকবে আকর্ষণীয় পুরষ্কার।
মাহমুদ – ০১৬৭১৫৭৫৭২১ , সাব্বির- ০১৫১৮৪২১৫৪৭ , আসিফ- ০১৮৬৩৬০৬৬৩০, রাজু ০১৮২৩২৮১৩২১, ফয়সাল- ০১৯২৪৮০৭৭৮৬, তরিকুল- ০১৭৭৩৪৮৯৮০৯, পলাশ- ০১৭২৫৮৭৬০৮২। যেকোনো তথ্য জানার জন্য এই দায়িত্বরত টিমের সদস্যের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। এ ছাড়া সার্বিক প্রয়োজনে গিয়াসউদ্দিন কনভেনর নাগরিক অলিম্পিয়াড-২০২৩ মোবাইল নাম্বার ০১৭১৭৬২৫৫৬০ যোগাযোগ করতে বলা হয়েছে।