ঝিনাইদহ সদর উপজেলার অচিন্তনগর গ্রামের পাঁচ বছরের শিশু মনিরাকে অপহরণের পর হত্যার মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
রোববার (২৩ জুলাই) দুপুরে ঝিনাইদহ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. নাজিমুদ্দৌলা এ রায় প্রদান করেন।
দণ্ডিতরা হলেন- অচিন্তনগর গ্রামের আছালত মণ্ডলের ছেলে জাফর মণ্ডল (৪২), মৃত খয়বার বিশ্বাসের ছেলে শিপন (৪০), কুদ্দুস মুন্সির ছেলে মিন্টু মুন্সি (৪০) ও মুজিবার মোল্লার স্ত্রী নুপুর (৪০)।