ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির পরাজিত প্যানেলের অনিয়ম, দুর্নীতি, মিথ্যা হয়রানিমূলক মামলা ও স্মারক লিপির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে।
শনিবার দুপুরে ঝিনাইদহ প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন নির্বাচিত চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে বলা হয়, গণতান্ত্রিক উপায়ে চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির সকল সদস্যদের অংগ্রহণে গত ১ জুন নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে বিপুল ভোটে পরাজিত এক প্রার্থী দীর্ঘদিন পর গত ১৯ জুলাই হাইকোর্টে একটি রিট দায়ের করেছেন। এছাড়াও জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি প্রদান করেনে। যা চেম্বারের সংবিধান বহি:র্ভুত।
নির্বাচনে পরাজিত প্যানেলের পরাজিত প্রার্থীর এ সব কর্মকান্ড বিজয়ী প্যানেলকে হয়রানি করা ছাড়া আর কিছুই নয়।
এছাড়াও গত ২০১৫-১৬ বছরে কমিটির নেতৃবৃন্দ চেম্বারের আয় থেকে কোটি টাকা আত্মসাৎ করেছে। তাদের এই অপকর্ম ঢাকতে পরাজিতরা এসব ষড়যন্ত্র করছে।
সংবাদ সম্মেলনে চেম্বারের ভারপ্রাপ্ত সভাপতি মোয়াজ্জেম হোসেন, সহ-সভাপতি বকুল বাশার, পরিচালক শামসুল আলম, এম এ সামাদ, মোস্তাকিম মনির, মানিক মিয়া, এ এস এম এনাতুল্লাহ, দোকান মালিক সমিতির সভাপতি আনোয়ারুল ইসলাম বাদশাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।