28.9 C
Bangladesh
Saturday, 12, July 2025
spot_img

ঝিনাইদহ সদর হাসপাতাল থেকে সাগর চোর আটক

বছরের পর বছর ধরে ঝিনাইদহ সদর হাসপাতালসহ হামদহ এলাকার আলোচিত মোবাইল চোর সাগর অবশেষে আটক হয়েছে। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে চুরি হওয়া মোবাইল ফোন।

সাগর ছোট কামারকুন্ডু গ্রামের মোস্তাফিজুর রহমানের ছেলে। পুলিশ সুত্রে জানা গেছে, গত ৪ মে শৈলকুপার কৃষ্ণপুর গ্রামের আশরাফুল ইসলাম তার শিশু কন্যার চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হন। ঘটনার দিন তার ব্যবহৃত ১৭ হাজার টাকা মুল্যের মোবাইল ফোন ও ৯ হাজার টাকা চুরি হয়। টাকা ও ফোন না পেয়ে তিনি ঝিনাইদহ সদর থানায় অভিযোগ করেন।
পুলিশ ঝিনাইদহ সদর হাসপাতালের সিসি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করে চোর সাগরকে গ্রেফতার করে। পুলিশী জিজ্ঞাসাবাদে সাগর জানায় তার কাছে চুরি হওয়া দুইটি মোবাইল ফোন আছে।

পুলিশ আসামির দেওয়া তথ্য মোতাবেক তার বাড়ি থেকে বাদী আশরাফুলের চুরি হওয়া মোবাইল ফোনসহ আরো একটি চোরাই মোবাইল ফোন উদ্ধার করে। রোগীর স্বজনরা জানান, সাগরসহ অনেক দালাল আছে হাসপাতালে যারা রোগী ভাগিয়ে নেওয়ার পাশাপাশি হাসপাতালে নিয়মিত চুরি করে। ডিএসবির কঠোর নজরদারী থাকার পরও কি ভাবে রোগীর স্বজনদের মোবাইল ও টাকা চুরি হয় তা নিয়ে প্রশ্ন উঠেছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles