ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার তাহেরহুদা, জোড়াদাহ ও ভায়না ইউনিয়নের বিভিন্ন বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে পাঁচ জনকে মাস্ক পরিধান না করার অপরাধে নগদ ১৭শত টাকা জরিমানা আদায় সহ লক্ষিপূর গ্রামে মহসিন আলীর মেয়ের বিয়ের অনুষ্ঠান পন্ড করে বিয়ের প্যান্ডেল অপসারণ করলেন নির্বাহী ম্যজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজিয়া আক্তার চৌধুরী। উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা নাফিস সুলতানা এর নির্দেশনায় বৃহস্পতিবার সকাল থেকে বিভিন্ন বাজারে ঘুরে তিনি এই জরিমানা আদায় করেন। এসময় তিনি করোনা ভাইরাস সংক্রমণের ক্রান্তিলগ্নে সরকার ঘোষিত বাধ্যতামূলক মাস্ক পরিধান না করার অপরাধে আলী হোসেনকে ২শত,বাবলু আহম্মেদ কে ৫শত, রতন আলীকে ২শত,সাইফুল ইসলাম কে ৫শত এবং পিন্টু মিয়াকে ৩শত টাকা সর্বমোট ১৭শত টাকা জরিমানা আদায় করেন। ভ্রাম্যমান আদালত পরিচালনা কালীন সময়ে থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম মোল্লা উপস্থিত ছিলেন। সহকারী কমিশনার (ভূমি) রাজিয়া আক্তার চৌধুরী এর সাথে ছিলেন সার্টিফিকেট সহকারী রাসেল আহম্মেদ। ভ্রাম্যমান আদালত পরিচালনা কাজে থানা পুলিশ সহযোগিতা করে।