সালমান-অরিজিতের বিবাদের কথা কারও অজানা না। কিন্তু কয়েকদিন আগে হঠাৎ অরিজৎকে ভাইজানের বাড়ি যেতে দেখা যায়। এরপরই গুঞ্জন ওঠে, বিবাদ মিটেছে তাদের। তবে শুধু বিবাদ মিটিয়েই বসে নেই তারা। সালমানের বহুল আলোচিত ‘টাইগার ৩’-এর গানে কণ্ঠও দিয়েছেন অরিজিৎ। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
‘টাইগার ৩’ ছবিতে ‘লেকে প্রভু কা নাম’ গানটি শোনা যাবে অরিজিৎ সিংয়ের কণ্ঠে। সালমান নিজেই দিয়েছেন খবরটি। এ প্রসঙ্গে তিনি বলেন, “প্রথম গানের প্রথম ঝলক- ‘লেকে প্রভু কা নাম’। আর হ্যাঁ, এটা আমার জন্য গাওয়া অরিজিৎ সিংয়ের প্রথম গান। ২৩ অক্টোবর রিলিজ করব পুরো গান।
১২ নভেম্বর দিওয়ালিতে হিন্দি, তামিল, তেলুগু ভাষায় আসছে ‘টাইগার ৩’।” নিন্দুকেরা বলছেন, “হিট গানের জন্য বিবাদ মিটিয়ে সেই বঙ্গসন্তানের শরণাপন্নই হতে হলো ভাইজানকে।”
দীর্ঘ ৯ বছর মুখ দেখাদেখি বন্ধ ছিল সালমান-অরিজিতের। একে-অপরের সঙ্গে কাজ তো দূরের কথা, ছায়াও মাড়াতেন না। অনেকেই সালমানের সঙ্গে ঝামেলার পর অরিজিতের ক্যারিয়ার শেষ হওয়ার ভবিষ্যদ্বাণী করেছিলেন। তবে ভারতের শীর্ষ গায়ক হয়ে নিজের ঝাঁজ বুঝিয়ে দিয়েছেন অরিজিৎ।
সালমান-অরিজিতের বিবাদ শুরু একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে। সেখানে সেরা গায়কের পুরস্কার জিতেছিলেন অরিজিৎ। অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্ব ছিল সালমানের ওপর। তিনি গায়কের সিধেসাধা পোশাক, পায়ে চপ্পল দেখে কটাক্ষ করার লোভ সামলাতে পারেননি। সঙ্গে এ-ও বলেছিলেন, অরিজিৎ নাকি ঘুমিয়ে পড়েছিলেন। পাল্টা মিষ্টি করে গায়ক উত্তর দিয়েছিলেন, আপনারাই ঘুম পাড়িয়ে দিয়েছিলেন। মুখের ওপরে অপমান মেনে নিতে পারেননি সালমান। সেই থেকেই শুরু হয়েছিল বিবাদ।