বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত খেলেও ফাইনালে উঠতে পারেনি বাংলাদেশ। ১৪ বছর পর এ টুর্নামেন্টের সেমি ফাইনালে ওঠে শক্তিশালী কুয়েতের মুখোমুখি হয় বাংলাদেশ। তবে গোলরক্ষক আনিসুর রহমান জিকোর অসামান্য দক্ষতায় সমানে সমান লড়াই করেছে টাইগাররা। তাঁর কারণেই নির্ধারিত সময়ের পরও গোল শূন্য ড্রয়ের ফলে অতিরিক্ত সময়ে গড়ায় ম্যাচ। শেষ পর্যন্ত ১-০ ব্যবধানে হারলেও সকলের মন জয় করে লাল সবুজের দল। এমন দারুণ পারফরম্যান্সের পর সুসংবাদ পেল বাংলাদেশ।
দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ ফিফা র্যাঙ্কিংয়ে বড় উন্নতি হয়েছে বাংলাদেশের। দীর্ঘ সময় ধরে জামাল ভূঁইয়ারা ১৯২ র্যাঙ্কিংয়ে আটকে ছিল। তবে আজ (বৃহস্পতিবার) হালনাগাদ র্যাঙ্কিং প্রকাশ করেছে ফুটবলের বিশ্ব নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)।
যেখানে তিন ধাপ এগিয়ে ১৮৯ নম্বরে উঠে এসেছে হ্যাভিয়ের ক্যাবরেরার শিষ্যরা। বাংলাদেশের আগের রেটিং পয়েন্ট ছিল ৮৮৪। এখন সেটি বেড়ে দাঁড়িয়েছে ৮৯২.৪৪।
সাফে চোখ ধাঁধানো খেলা উপহারের ফলে টাইগার শিবিরে এমন সুখবর। আসন্ন বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচের আগে এমন উন্নতি জামাল ভূঁইয়াদের আরো আত্মবিশ্বাসী কর তুলবে।