ফিলিস্তিনের গাজায় জায়নবাদী ইসরায়েল কর্তৃক বর্বরোচিত হামলার প্রতিবাদে ঝিনাইদহের শৈলকুপায় প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ অক্টোবর) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার চৌরাস্তা মোড়ে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) শৈলকুপা উপজেলা শাখা এ সমাবেশের আয়োজন করে।
এসময় বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) শৈলকুপা উপজেলা শাখার সাধারণ সম্পাদক কমরেড সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা সিপিবির সাধারণ সম্পাদক কমরেড স্বপন বাগচী, সদস্য উৎপল কান্তি রায়, সারুটিয়া ইউনিয়নের সাধারণ সম্পাদক কমরেড শাহাদাত হোসেন, উদীচী শিল্পী গোষ্ঠীর শৈলকুপা উপজেলা শাখার সাধারণ সম্পাদক আলমগীর অরণ্য প্রমুখ।
এ সময় বক্তরা ফিলিস্তিনি মুসলমানদের উপর ইসরায়েলি বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সেই সাথে ফিলিস্তিনি মুসলমানদের উপর বর্বরোচিত ইসরায়েলি হামলা বন্ধের আহ্বান জানান।