ঢাকা মহানগর উত্তর এর অন্তর্গত বনানী থানা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে সংগঠনটি। বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) মহানগর উত্তর শাখা ছাত্রলীগের সভাপতি মো. ইব্রাহিম হোসেন ও সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান হৃদয় স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়েছে।
কমিটিতে দপ্তর সম্পাদকের দায়িত্ব পেয়েছেন চাঁদপুর জেলার কৃতিসন্তান আবু সাদেক। তিনি হাবিবুল্লাহ বাহার ইউনিভার্সিটি কলেজের সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী।
স্কুল জীবন থেকে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সক্রিয় ছিলেন সাদেক। এছাড়া তিনি শিক্ষার্থীদের বিভিন্ন যৌক্তিক আন্দোলন-সংগ্রামে ভুমিকা রেখেছেন। একইসঙ্গে কলেজ শাখা ছাত্রলীগের কার্যক্রমেও সক্রিয় ছিলেন তিনি।
সাদেক বলেন, অশেষ কৃতজ্ঞতা মহান আল্লাহ তা’আলার প্রতি এবং তার রাজনৈতিক অবিভাবক বনানী থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম মাহফুজ এর প্রতি।
তিনি আরও বলেন, ভবিষ্যতে রাজনীতির মাধ্যেমে অসহায় ও গরিব দুখী মানুষের সেবা করে যেতে চান। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার কন্যা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালি করার জন্য বাংলাদেশ ছাত্রলীগ সবসময় কাজ করে যাচ্ছে।