মেহেদী হাসান মামুন, জেলা প্রতিনিধ যশোর:
আজ তীব্র গরমে সাধারণ মানুষের মাঝে ঠান্ডা শরবত বিতরণ করেছে সেচ্ছাসেবী সংগঠন মনুষ্যত্বের ঘ্রাণ। যশোর শহরের গরীব শাহ্ মাজারের পাশে ফুটপথে এই শরবত বিতরণ করেন তারা। সংগঠনের সদস্যরা জানান, যশোরে কয়েক দিন যাবত দেশের সর্বোচ্চ তাপমাত্রা রের্কড হয়েছে। এই তীব্র গরমের মধ্যে সাধারণ মানুষের মাঝে একটু সস্তি দিতে তাদের এই ভিন্ন ধরণের আয়োজন।
তীব্র গরমের মাঝে এমন আয়োজনে সাধারণ পথচারী, রিক্সা-ভ্যান চালকরাও কিছুটা সস্তির নিঃশ্বাস ফেলতে পেরে আনন্দ প্রকাশ করেছে। তাদের এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, মনুষ্যত্ব’র ঘ্রাণ সংগঠনের সভাপতি সুমাইয়া রহমান, সাধারণ সম্পাদক আরিফ বিল্লাহ, বায়জিদ আহমেদ, তৌফিকা আজাদ, মাহফুজা মল্লিকা, ঐশিমা রহমান পিয়াসা, ফয়সাল আহমেদ সহ অন্যান্য সদস্যবৃন্দ।