চুয়াডাঙ্গায় শিক্ষককে চড়-থাপ্পড় মারা সেই ছাত্র শাফিউল আমিন শীর্ষ আদালতে আত্মসমর্পণ করেছে। মঙ্গলবার দুপুরে সে চুয়াডাঙ্গা আদালতে আত্মসমর্পণ করে। পরে আদালত তাকে যশোর শিশু শোধনাগারে পাঠানোর আদেশ দেন।
মঙ্গলবার বেলা সোয়া ১টার দিকে চুয়াডাঙ্গা আদালতে আত্মসমর্পণ করে জামিন চায় শাফিউল আমিন শীর্ষ। ৪৫ মিনিট ধরে তার আবেদনের ওপর শুনানি হয়। শেষে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুসরাত জেরিন তার জামিন আবেদন নাকচ করে যশোর শিশু উন্নয়ন কেন্দ্র বা শিশু শোধনাগারে প্রেরণের আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, সন্ধ্যায় আইনি প্রক্রিয়া শেষে তাকে যশোরে পাঠানো হয়।
প্রসঙ্গত, চুয়াডাঙ্গা ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয়ে ৮ অক্টোবর নির্বাচনি পরীক্ষা চলছিল। ওই দিন দশম শ্রেণির ছাত্র শাফিউল আমিন শীর্ষ দায়িত্বপ্রাপ্ত শিক্ষক হাফিজুর রহমানকে চড়-থাপ্পড় মারেন। এ বিষয়ে সোমবার থানায় মামলা হয়।