28.9 C
Bangladesh
Monday, 23, June 2025
spot_img

শৈলকুপায় ইউপি সদস্য হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

ঝিনাইদহের শৈলকুপার আবাইপুর ইউনিয়ন পরিষদের সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান রিপন হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ অক্টোবর) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলা, পৌর আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠন এ কর্মসূচির আয়োজন করেন।
শুরুতে উপজেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে এক বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পৌর বাজারের চৌরাস্তা মোড়ে এক সংক্ষিপ্ত সমাবেশে শৈলকুপা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, উপজেলা পরিষদের চেয়ারম্যান এম. আব্দুল হাকিম আহমেদের সঞ্চালনায় ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মতিয়ার রহমান বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই।
এসময় বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই বলেন, ‘নিহত রিপন আওয়ামী লীগের একজন সক্রিয় কর্মী ছিলেন। তার বাবা আবুল কালাম আজাদ দীর্ঘ ৪২ বছর ধরে আবাইপুর ইউনিয়নে আওয়ামী লীগকে আগলে রেখেছেন। বিএনপি থেকে আওয়ামী লীগে অনুপ্রবেশকারীরা কাপুরুষের মতো রাতের আঁধারে তাকে নৃশংসভাবে হত্যা করেছে। যারা এ হত্যাকাণ্ডের সাথে জড়িত তারা পুরুষত্বহীন। যদি তারা পুরুষ হতো তাহলে তারা রাতের আঁধারে কাপুরুষের মতো হামলা করতো না।’
তিনি এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষীদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
এসময় অন্যান্যদের মধ্যে শৈলকুপা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক তানভীর হাসান জিসান, উপজেলা কৃষকলীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহিদুন্নবী কালু, উপজেলা যুবলীগের সভাপতি শামীম হোসেন মোল্লা, সাবেক সভাপতি স.ম রানাউজ্জামান বাদশা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান নওরোজ,
মনোহরপুর ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম জাহিদ, কাঁচেরকোল ইউপি চেয়ারম্যান সালাউদ্দিন জোয়ার্দার মামুন, জেলা ছাত্রলীগের সভাপতি সজিব হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মনিরুজ্জামান মিশন, সাধারণ সম্পাদক মো. বাবু, সাবেক সভাপতি দিনার বিশ্বাস, সাধারণ সম্পাদক শাওন শিকদারসহ উপজেলা আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত রোববার (১৫ অক্টোবর) দিবাগত রাতে থানা থেকে একটি সালিসি বৈঠক শেষে বাড়ি ফেরার পথে আবাইপুর বাজারের পাশে পৌঁছালে হাবিবুর রহমান রিপনকে পিটিয়ে ও কুপিয়ে আহত করেন প্রতিপক্ষ গ্রুপ। পরে তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রিপন আবাইপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ছিলেন। তার বাবা আবুল কালাম আজাদ ওই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles