সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঝিনাইদহের শৈলকুপায় পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেছেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, উপজেলা কৃষকলীগের সভাপতি ও উপজেলা পরিষদ পূজা পরিদর্শন কমিটির আহবায়ক জাহিদুন্নবী কালু।
শনিবার(২১ অক্টোবর) দিনব্যাপী পৌরসভা, উপজেলার ত্রিবেণী, দিগনগর, কাঁচেরকোল, সারুটিয়া ও হাকিমপুর ইউনিয়নের প্রায় অর্ধশতাধিক পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেন।
পরিদর্শনকালে ভাইস চেয়ারম্যান কালু হিন্দু ধর্মাবলম্বীসহ সবাইকে শারদীয় শুভেচ্ছা জানিয়ে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘ধর্ম যার যার উৎসব সবার’ এই নির্দেশনা মেনে নিয়ে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে আমরা সবাই এগিয়ে যাচ্ছি। শারদীয় দুর্গাপূজায় মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা ও আয়োজকবৃন্দের প্রস্তুতির মধ্য দিয়ে পূজার আনন্দ সর্বস্তরের মানুষের মধ্যে ছড়িয়ে পড়ুক এই কামনা করেন।
এসময় উপজেলা পূজা কমিটির সভাপতি ও হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি বীরেন্দ্রনাথ দাস, উপজেলা দুর্নীতি দমন কমিশনের সভাপতি প্রভাষক আব্দুল ওহাব, উপজেলা পরিষদ পরিদর্শক কমিটির সদস্য শ্রী নরেন্দ্রু শেখর বিশ্বাস, উপজেলা কৃষকলীগের সদস্য আমিরুল ইসলাম, কাঁচেরকোল ইউনিয়ন পুজা উদযাপন কমিটির সদস্য পলাশ বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।