দুরন্ত প্রকাশ ডেস্ক:
ঝিনাইদহ সদরের নারিকেলবাড়িয়া আমেনা খাতুন কলেজে আজ ১১ ডিসেম্বর সকালে “আইনের যথাযথ প্রয়োগই পারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে” শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
কনজুউমার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, ক্যাব ঝিনাইদহ জেলা শাখা, এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঝিনাইদহ অফিসের উদ্যোগে আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম রেজা পিএএ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নিশাত মেহের, ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম এ কবীর এবং ঝিনাইদহ পৌর মডেল স্কুলের প্রধান শিক্ষিকা শাহনাজ পারভীন রিপা।প্রধান অতিথি মোঃ সেলিম রেজা পিএএ বলেন, আমাদেরকে পরস্পরের কল্যাণের কাজ করে যেতে হবে, বিধাতার সৃষ্টিকে ভালবাসতে হবে, সৃষ্টি জগতকে ভালবাসতে হবে। আমরা ব্যক্তিগত লাভের চিন্তা করি এর থেকে বের হয়ে আসতে হবে। মানবিকতার জায়গা প্রস্তুত করতে হবে। ধর্ম শিক্ষা, নৈতিক শিক্ষা এবং মানবতার শিক্ষায় সকলকে আত্মনিবেদিত হতে হবে। তিনি বলেন শিক্ষা প্রতিষ্ঠানকে সামাজিকীকরণ করতে হবে, পরিবার সমাজ খেলার সাথীদের কাছ থেকে আমরা অনেক কিছুই শিখতে পারি, তবে আইন প্রয়োগের জন্য রাষ্ট্রের প্রয়োজন হয়। যে শিক্ষা পরিবার ও সমাজ থেকে পায়নি এই শিক্ষা রাষ্ট্রদেবে।তিনি বলেন মেয়েরা এগিয়ে যাচ্ছে ছেলেদেরকে সতর্ক হতে হবে সেই সতর্কতা শিক্ষায় প্রতিযোগিতায় নৈতিকতায়। তিনি দ্রব্যমূল্য সহনশীল পর্যায়ে আনতে সকলের সহযোগিতা কামনা করেন।