অনলাইন ডেস্ক :
চার দিনের সফরে আজ বৃহস্পতিবার ঢাকায় আসছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। আগামীকাল শুক্রবার কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শনের সময় তিনি এক লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতারে অংশ নেবেন, যেখানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসও উপস্থিত থাকবেন।
বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের প্রতি সহমর্মিতা জানানো জাতিসংঘ মহাসচিবের এই সফরের লক্ষ্য। একই সঙ্গে এই সফরের মধ্য দিয়ে ক্রমবর্ধমান রোহিঙ্গা সংকটের প্রতি বিশ্বসম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণের চেষ্টা চালাবেন তিনি।
সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, জাতিসংঘ মহাসচিব গুতেরেস প্রতিবছর রমজানে শরণার্থীশিবির ও শরণার্থী পরিস্থিতি পরিদর্শন করেন। এবার তিনি বাংলাদেশকে বেছে নিয়েছেন। রোহিঙ্গাদের প্রতি সহমর্মিতা জানাতে আগামীকাল দিনে তাঁর পানাহার থেকে বিরত থাকারও কথা রয়েছে।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম গতকাল বুধবার ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিংয়ে বলেছেন, জাতিসংঘ মহাসচিবের এই সফরে রোহিঙ্গা সংকট নিয়ে বড় পরিসরে আলোচনা হবে।
প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আজাদ মজুমদার বলেন, জাতিসংঘ মহাসচিব প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবেন। তাঁরা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে একসঙ্গে কক্সবাজার যাবেন। আগামীকাল কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে রোহিঙ্গাদের সঙ্গে দিনভর নানা কর্মসূচিতে অংশ নেবেন জাতিসংঘ মহাসচিব। সন্ধ্যায় রোহিঙ্গা ক্যাম্পে প্রধান উপদেষ্টার সম্মানে এক লাখ রোহিঙ্গাকে নিয়ে এক ইফতার মাহফিলে যোগ দেবেন তিনি।
সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বাংলাদেশ সফরকালে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তির (ভিআইপি) মর্যাদা পাবেন।
কর্মকর্তারা বলেছেন, রাখাইনে খাদ্য ও মানবিক সংকট মোকাবেলায় জাতিসংঘ বাংলাদেশের সহযোগিতা চাচ্ছে। তবে বাংলাদেশ এ বিষয়ে সতর্কতার সঙ্গে অগ্রসর হতে চাচ্ছে।
গত জুলাই-আগস্টে মানবাধিকার লঙ্ঘন তদন্তে জাতিসংঘের তদন্তদল গত মাসে প্রতিবেদন প্রকাশ করেছে। এমন প্রেক্ষাপটে জাতিসংঘ মহাসচিবের সফর বাংলাদেশে মানবাধিকার ইস্যুতে গুরুত্ব দিতে গুতেরেসের প্রতি বিভিন্ন সংস্থা আহ্বান জানিয়েছে।
জাতিসংঘ মহাসচিব আগামী শনিবার ঢাকায় জাতিসংঘের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। এ ছাড়া নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গেও তাঁর বৈঠক করার কথা রয়েছে। সফর শেষে আগামী রবিবার তিনি ঢাকা ছাড়বেন।