28.9 C
Bangladesh
Thursday, 10, July 2025
spot_img

ইরানের সবশেষ হামলায় হাসপাতালে ভর্তি ১৫৪ ইসরাইলি

বিশ্ব প্রকাশ:

ইসরাইলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের সর্বশেষ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় মোট ১৫৪ জন আহত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। আহতদের মধ্যে ৪ জনের অবস্থা মাঝারি ধরনের, ১৩০ জনের অবস্থা মৃদু, ১৫ জন এখনো পর্যবেক্ষণে রয়েছেন এবং ৫ জন মানসিক আঘাতজনিত উদ্বেগের কারণে চিকিৎসাধীন। খবর বিবিসির।

এদিকে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুসারে, গত শুক্রবার থেকে ইসরাইলি বিমান হামলায় অন্তত ২২৪ জন নিহত হয়েছেন, যার মধ্যে ৭০ জন নারী ও শিশু রয়েছে। এছাড়া আহতের সংখ্যা ১,২০০ ছাড়িয়েছে।

অন্যদিকে, ইরানি হামলায় ইসরাইলের কমপক্ষে ২৪ জন নিহত হয়েছে, ইসরাইলি কর্তৃপক্ষ জানিয়েছে।

এ পরিসংখ্যানগুলো দুই দেশের চলমান সংঘর্ষের ভয়াবহতা ও মানবিক বিপর্যয়ের বহিঃপ্রকাশ। সাধারণ মানুষ থেকে শুরু করে কূটনৈতিক ও সামরিক স্থাপনাগুলো পর্যন্ত হামলার শিকার হওয়ায় আঞ্চলিক নিরাপত্তা ও বৈশ্বিক উদ্বেগ ক্রমেই তীব্রতর হচ্ছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles