নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ-১ আসনের সাবেক সংসদ সদস্য নায়েব আলী জোয়ার্দার ও ২ আসনের সাবেক সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী সমিকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে আদালত। মামলার আগামী ধার্য্য দিন পর্যন্ত তাদের জামিন মঞ্জুর করা হয়।
তাদের দু’জনের নামেই ঝিনাইদহ জেলা বিএনপির অফিস ও জেলা বিএনপির সভাপতি এডভোকেট এমএ মজিদের বাসভবনে হামলা অগ্নিসংযোগের মামলা রয়েছে। এছাড়া তাহজিব আলম সিদ্দিকী সমির নামে ১১ বছর আগে জামায়াত কর্মী আব্দুস সালাম হত্যা রয়েছে। গত ১৩ সেপ্টেম্বর সাবেক সংসদ সদস্য নায়েব আলী জোয়ার্দারকে তার বাসা থেকে ও গত ৮ নভেম্বর তাহজিব আলম সিদ্দিকী সমিকে ঢাকা থেকে র্যাব গ্রেফতার করে। এর পর থেকে তারা দু’জনই ঝিনাইদহ জেলা করাগারে ছিলেন।