অনলাইন ডেস্ক :
ঝিনাইদহ সদর উপজেলার ফুরসন্দি ইউনিয়নের সোনাতনপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় অন্তত পাঁচজন আহত হয়েছেন।
সোমবার সকালে সদর উপজেলার সোনাতনপুর গ্রামে এ হামলার ঘটনা ঘটে। এসময় ভাঙচুর করা হয়েছে বেশ কয়েকটি বাড়ি-ঘর।
স্থানীয়রা জানায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে সোনাতনপুর গ্রামের ফুয়াদ বিশ্বাস ও রানা মেম্বারের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল। এ নিয়ে গত শনিবার উভয় পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এরই জেরে সোমবার সকালে ফুয়াদ বিশ্বাসের লোকজন রানা মেম্বারের সমর্থকদের ওপর হামলা করে। এতে রানা মেম্বারের পাঁচজন সমর্থক আহত হন। এসময় ভাঙচুর করা হয় বেশ কয়েকটি বাড়ি-ঘর। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনার পর এলাকায় টান টান উত্তেজনা বিরাজ করছে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এলাকায় বর্তমানে উত্তেজনা বিরাজ করছে। আবারও সংঘর্ষের আশঙ্কায় এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।