প্রেস বিজ্ঞপ্তি: বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক এর উদ্যোগে সমগ্র দেশে শীতবস্ত্র (কম্বল) বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে ঝিনাইদহ জেলা আনসার ভিডিপি কার্যালয়ের উদ্যোগে আনসার ভিডিপি সদস্যদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে ঝিনাইদহ আনসার ভিডিপি কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলার দুস্থ সদস্যদের মাঝে শীতবস্ত্র বিতরণে করেন আনসার- ভিডিপির খুলনা রেঞ্জের উপ-মহাপরিচালক মোঃ নুরুল হাসান ফরিদী বিএএম। এসময় জেলা কমাড্যান্ট মোঃ মিজানুর রহমান ও সার্কেল অ্যাডজুট্যান্ট ফারিহা তাবাসসুমসহ জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এবছর শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের আওতায় জেলার ৬ উপজেলার দুই শতাধিক আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।