নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ:
ঝিনাইদহে আন্তর্জাতিক ক্লিনএনার্জি দিবস পালিত হয়েছে। কোস্টাল ডেভেলপমেন্ট পার্টনারশীপ-সিডিপি‘র আয়োজনে ব্রেডফরদ্যাওয়ার্ল্ড-এর সহযোগিতায় প্রোসিড প্রকল্প বাস্তবায়নে আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস পালিত হয়। এ উপলক্ষে রোববার দুপুরে ঝিনাইদহ সদর উপজেলার নগরবাথান মাধ্যমিক বিদ্যালয়ের অডিটরিয়ামে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমড়াবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ হায়দার আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাড. এম.এ. খালেক মালিতা, অব: প্রধান শিক্ষক, মো: জহির রায়হান, সমাজ সেবক ও পরিবেশবিদ এবং সংরক্ষিত আসনের মেম্বর তহমিনা মিম, ভিআরসির নীলকান্ত বিশ্বাস। সভায় সভাপতিত্ব করেন নগরবাথান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তৈয়ব হোসেন। আর্ন্তজাতিক ক্লিন এনার্জি দিবস এর লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন সিডিপির এরিয়া কো-অর্ডিনেটর মোঃ হাবিবুর রহমান। পরিচ্ছন্ন পুনর্নবীকরণযোগ্য এবং টেকসই শক্তি ব্যবহারের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও জীবাশ্ম জ্বালানি নির্ভরতাহ্রাস এর বিষয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠার শেষে অংশ গ্রহণকারীদের মধ্যে ৪ জনকে এনার্জি সেইভ (বাল্ব) পুরুস্কার বিতরণ করা হয়। কুমড়াবাড়ীয়া ইউনিয়নের ১৩টি গ্রাম থেকে সমাজসেবক, শিক্ষক, ব্যবসায়ীক, ছাত্র-ছাত্রী, গৃহিনী, জনপ্রতিনিধি, এনজিওকর্মীসহ ১৩০ জনসভায় অংশগ্রহণকরে। অনুষ্ঠানটি পরিচালনা করেন ঝিনাইদহ সিডিপি রিসোর্স মোবিলাইজেশন এন্ড পার্টনারসীপ অফিসার পারভীন নাহার।