নিজস্ব প্রতিবেদক: ন্যাশনাল চিল্ড্রেন টাস্ক ফোর্স- এনসিটিএফ’র ঝিনাইদহ জেলার সাবেক সদস্যদের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলী প্রদান করা হয়েছে।
আজ ঝিনাইদহ শহরে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে দিনের প্রথম প্রহরে কমিউনিটির সমন্বয়ক ন্যাশনাল চিল্ড্রেন টাস্ক ফোর্স- এনসিটিএফ এর সাবেক সংগঠক মিরাজ জামান রাজ’র তত্বাবধানে শহীদ মিনারে উপস্থিত হয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এনসিটিএফ’র সাবেক সংগঠক শাহীনুর রহমান মৃদুল, সাবেক সভাপতি রায়হানুর নুর, সাবেক সংগঠক সাকিব হোসেন, মাসুমা ইসলাম রুমকি ও এনসিটিএফ এর ডিস্ট্রিক্ট ভলেন্টিয়ার তামান্না জাহান সহ এনসিটিএফের সদস্যবৃন্দ।
ভাষা শহীদদের আত্মত্যাগ আমাদের পথপ্রদর্শক হয়ে থাকুক, আর বাংলা ভাষার মর্যাদা রক্ষায় আমরা সকলে একসঙ্গে কাজ করে যাবো এটাই আজকের মূল বার্তা।