আসিফ ইকবাল, প্রতিবেদক: ঝিনাইদহে ফ্রিডম এ্যাডভান্স মনিটরিং একটিভিটিজ ফর সোসাইটি-ফেমাস সংস্থার উদ্যোগে ও বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহায়তায় কর্মসংস্থান ভিত্তিক স্বাস্থ্যসম্মত নিরাপদ খাদ্য বিক্রয়ের জন্য বিনামূল্যে ছয়টি ভ্যানগাড়ী বিতরণ করা হয়েছে।
১৮ মার্চ মঙ্গলবার জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে এই বিনামূল্যে ভ্যানগাড়ী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ফেমাস সংস্থার সভাপতি এম. শাহজাহান আলী’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া আক্তার চৌধুরি ও সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মমিনুর রহমান।
একজন বিধবা নারী ও একজন দুস্থ নারী সহ মোট ছয়টি পরিবারকে এই ভ্যানগাড়ী প্রদান করা হয়। ভ্যানগাড়ির সাথে তাদের পুঁজি হিসেবে ১০ লিটার সয়াবিন তেল, ১০কেজি ময়দা, ১০কেজি আলু ও ১০কেজি ছোলাও বিনামূল্যে বিতরণ করা হয়। জেলাপ্রশাসক এই ছয়টি পরিবারের সাথে কথা বলে তাদের হাতে ভ্যানগাড়ী তুলে দেন। ভ্যানগাড়ি প্রাপ্ত ছয়টি পরিবার ফেমাস সংস্থা ও অতিথিবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আনন্দচিত্তে ফিরে যান।