28.9 C
Bangladesh
Monday, 23, June 2025
spot_img

ঝিনাইদহে রেলের দাবির আন্দোলনে পাশে আছি: অ্যাটর্নি জেনারেল

অনলাইন ডেস্ক:

রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, ঝিনাইদহে রেললাইনের দাবির আন্দোলন যদি বেগমান করতে পারেন, আমি আপনাদের সঙ্গে সতীর্থ থাকবো।

মঙ্গলবার (১১ মার্চ) রাজধানীর এক হোটেলে ঢাকাস্থ ঝিনাইদহ সাংবাদিক ফোরামের ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বতব্যে তিনি এ কথা বলেন।

অ্যাটর্নি জেনারেল বলেন, ঝিনাইদহ অত্যন্ত অবহেলিত, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর একাংশ। আমাদের সেই জনগোষ্ঠীর একাংশ ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মের মাধ্যমে দাবি আদায়ে ঝিনাইদহের উন্নয়নের প্রচেষ্টাকে সবসময় সাধুবাদ জানাবো। ঝিনাইদহের উন্নয়নের জন্য আপনাদের জায়গা থেকে যে যেভাবে পারেন ভূমিকা রাখেন।

তিনি বলেন, ঝিনাইদহে রেললাইন দাবির আন্দোলন যদি বেগমান করতে পারেন, আমি আপনাদের সঙ্গে সতীর্থ থাকবো। আমরা যে যেখানে থাকি ঝিনাইদহ উন্নয়নের জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। কারণ, এতদিন আমরা যে বৈষম্যের শিকার হয়েছি সেই বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম করে সমতা আনতে গেলে আমাদের এ ধরনের প্ল্যাটফর্ম ও ঐক্যবদ্ধ প্রচেষ্টা দরকার। সেই প্রচেষ্টায় আমি আপনাদের স্বপ্নের একজন সারথি, সহযাত্রী হবো।

ইফতার ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি ছিলেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক ডা. মোহাম্মদ নাসির উদ্দীন, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাসান নাছির প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকাস্থ ঝিনাইদহ সাংবাদিক ফোরামের সিনিয়র সহ-সভাপতি আশরাফুল ইসলাম। বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মেহেদী হাসান পলাশ, কোষাধ্যক্ষ শাহনাজ বেগম পলি প্রমুখ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles