নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা শিশুশ্রম পরিবীক্ষণ কমিটি (DCLMC) এর ৬ষ্ঠ সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল এর সভাপতিত্বে ও কল কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এর উপমহাপরিদর্শক ও সভার সদস্য সচিব মোঃ আরিফুল ইসলাম এর সঞ্চালনায় সভায় জানান, ঝিনাইদহে বিভিন্ন কলকারাখানা ও প্রতিষ্ঠানে শিশুশ্রমে নিয়োজিত শিশুদের জরিপ ও সমস্যা নিরোসনে উদ্যোগ নেওয়া হয়েছে ও বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে। সদস্য সচিব আরো শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন সম্পর্কে সবাইকে অবগত করেন। জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল শিশু শ্রম নিরোসন সহ ঐ সকল শিশুদের বিকল্প প্রশিক্ষণ ও আয়বর্ধক ব্যবস্থার ব্যাপারে আলোকপাত করেন। সভার সদস্য দুরন্ত’র প্রধান নির্বাহী মিরাজ জামান রাজ, জিও এনজিও সভায় উপস্থাপনের মাধ্যমে কর্মজীবী শিশুদের জন্য একটি নাইট স্কুল পরিচালনার ব্যাপারে মতামত উপস্থাপন করেন। এছাড়াও জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ আয়ূব হোসেন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মুন্সি ফিরোজা খাতুন, SWDP এর নির্বাহী পরিচালক এম. শাহজাহান আলী, পদ্মার নির্বাহী পরিচালক মোঃ হাবিবুর রহমান ও ফুলকুঁড়ি আসরের পরিচালক মোঃ শমসের মুবিন বক্তব্য রাখেন। সভায় সকল সদস্যদের শিশুশ্রম নিরোসনে কার্যকর ভূমিকা রাখার আহবান ও সকল সদস্যবৃন্দকে ধন্যবাদ জানিয়ে সভাপতি সভার সমাপ্তি করেন।