28.9 C
Bangladesh
Thursday, 10, July 2025
spot_img

ফুল গিয়ারে প্রস্তুতি নিচ্ছে ইসি

দুরন্ত প্রকাশ ডেস্ক:

নির্বাচনসহ সার্বিক বিষয়ে আলোচনার জন্য সম্প্রতি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। বৈঠকে নির্বাচন কমিশন (ইসি) ফুল গিয়ারে প্রস্তুতি নিচ্ছে বলে প্রধান উপদেষ্টাকে অবহিত করেছেন সিইসি।

মঙ্গলবার (১ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ নিয়ে বিভিন্ন প্রশ্নের জবাব দেন সিইসি। এসময় তিনি বলেন, প্রধান উপদেষ্টা আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে ইসির প্রস্তুতির বিষয়ে জানতে চাইলে আমরা বলেছি, নির্বাচন কমিশন ফুল গিয়ারে প্রস্তুতি নিচ্ছে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি বলেন, প্রধান উপদেষ্টা চান ফ্রি, ফেয়ার এবং ক্রেডিবল নির্বাচন। তিনি সুষ্ঠু ভোট করতে অনেক আন্তরিক।

তবে প্রধান উপদেষ্টার তার বৈঠকে জাতীয় নির্বাচনের তারিখ বা সময়সীমা নিয়ে কোনো আলোচনা হয়নি বলে স্পষ্ট করেন সিইসি। তিনি বলেন, নির্বাচনের তারিখ নির্ধারণ হলে নির্বাচন কমিশনের মাধ্যমেই আপনারা জানতে পারব।

এদিকে লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের পর একটি যৌথ বিবৃতিতে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন হতে পারে বলে উল্লেখ করা হয়েছিল। সম্প্রতি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও-র সঙ্গে ফোনালাপেও আগামী বছরের শুরুর দিকে নির্বাচন আয়োজনের সম্ভাব্যতার কথা বলেছেন প্রধান উপদেষ্টা।

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles