নিজস্ব প্রতিবেদক,ঝিনাইদহ:
আগামী ১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে হরিণাকুন্ডু উপজেলা ও পৌর বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা দশটায় উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ভবনে অনুষ্ঠিত হয়।এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিণাকুণ্ডু উপজেলার কৃতি সন্তান, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিএনপি মনোনীত প্রার্থী, সাবেক হরিণাকুণ্ডু উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব এ্যাডঃ এম এ মজিদ। হরিণাকুন্ডু উপজেলা বিএনপির সভাপতি মোঃ আবুল হাসান মাস্টার,সাধারণ সম্পাদক মোঃ তাইজাল হোসেন, পৌর বিএনপির সভাপতি জিন্নাতুল হক খান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনিচুর রহমান, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম পিন্টু, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মমিন, যুবদলের আহ্বায়ক মোঃ আব্দুস সামাদ, যুগ্ম আহবায়ক নাজমুল হুদা রিপন সহ বিভিন্ন এলাকা থেকে আগত অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।