28.9 C
Bangladesh
Thursday, 19, June 2025
spot_img

সুদানে বিমান বিধ্বস্ত, একজন বাদে ভারতীয়সহ সবাই নিহত

বিশ্ব প্রকাশ:

দক্ষিণ সুদানে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। বুধবার (২৯ জানুয়ারি) এ দুর্ঘটনা ঘটে। রয়টার্সের প্রতিবেদনে দেশটির কর্মকর্তাদের বরাতে তথ্যটির সত্যতা নিশ্চিত করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, দেশটির ইউনিটি স্টেটে তেল শ্রমিকদের বহনকারী একটি ছোট বিমান বিধ্বস্ত হয়। এতে ২০ জন নিহত হন। দেশটির একজন কর্মকর্তা রয়টার্সকে এ তথ্য জানান। বিমানটিতে ক্রু ও যাত্রীসহ মোট ২১ আরোহী ছিলেন।

ইউনিটি স্টেটের তথ্যমন্ত্রী গ্যাটওয়েচ বিপাল জানিয়েছেন, বুধবার সকালে রাজধানী জুবা যাওয়ার সময় ইউনিটি তেলক্ষেত্র বিমানবন্দরে বিমানটি বিধ্বস্ত হয়।

বিপাল বলেন, যাত্রীরা গ্রেটার পাইওনিয়ার অপারেটিং কোম্পানির (জিপিওসি) তেল শ্রমিক ছিলেন। কোম্পানিটি চায়না ন্যাশনাল পেট্রোলিয়াম করপোরেশন এবং রাষ্ট্রীয় মালিকানাধীন নাইল পেট্রোলিয়াম করপোরেশনের সহযোগিতায় গঠিত হয়ে কাজ করছে।

তিনি বলেন, নিহতদের মধ্যে দুজন চীনা নাগরিক এবং একজন ভারতীয় রয়েছেন।

বিপাল দুর্ঘটনার কারণ সম্পর্কে আর কোনো বিস্তারিত তথ্য দেননি। গণমাধ্যমের প্রতিবেদনে প্রাথমিকভাবে নিহতের সংখ্যা ১৮ জন বলে জানানো হলেও বিপাল পরে রয়টার্সকে জানিয়েছেন, বেঁচে যাওয়া দুজন মারা গেছেন। এখন বাকি একজন বেঁচে আছেন। তার চিকিৎসা চলছে।

সাম্প্রতিক বছরগুলোতে যুদ্ধবিধ্বস্ত দক্ষিণ সুদানে বেশ কয়েকটি বিমান দুর্ঘটনা ঘটেছে। ২০১৮ সালের সেপ্টেম্বরে রাজধানী জুবা থেকে যাত্রী বহনকারী একটি ছোট বিমান বিধ্বস্ত হলে কমপক্ষে ১৯ জন নিহত হন।

এদিকে যুক্তরাষ্ট্রের আলাস্কার ফেয়ারব্যাংকসে ইয়েলসন এয়ারফোর্স ঘাঁটিতে বিধ্বস্ত হয়েছে একটি এফ-৩৫ যুদ্ধবিমান। বিমানঘাঁটি কর্তৃপক্ষের বরাত দিয়ে সিবিএস নিউজ জানায়, স্থানীয় সময় মঙ্গলবার দুপুর ১২টা ৪৯ মিনিটে ওই যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। বিধ্বস্তের সময় পাইলট যথাসময়ে প্যারাসুট খুলে বেরিয়ে যেতে সক্ষম হয়েছিলেন। পরে ওই পাইলটের শারীরিক অবস্থা খতিয়ে দেখতে তাকে বাসেট আর্মি হসপিটালে নিয়ে যাওয়া হয়। কিন্তু তার অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। তবে তাৎক্ষণিকভাবে পাইলটের পরিচয় নিশ্চিত করা হয়নি।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles