28.9 C
Bangladesh
Tuesday, 24, June 2025
spot_img

৯ বছর ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর :
রংপুরের শাপলা চত্বর রহমান পাম্প সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও ৯ বছর থেকে ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 
মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরের দিকে রংপুর নগরীর রংপুর সরকারি কলেজ মহাসড়ক রোডস্থ রংপুর রির্পোটার্স ইউনিটির হলরুমে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
আত্ম সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভুগী মোছাঃ ইরিনা নাহার বলেন, আমার বাবার পৈত্রিক জমির তফসিল: আলমনগর মৌজা, জে এল নং- ৯৬, খতিয়ান নং- ১৬৪১৭, দাগ নং- ৩০০৪, ৩০০৫, ৩০০৬ জমির পরিমাণ ০,১২২৫ একর সূত্রে জমিতে অবস্থিত ৫টি মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও গত ৯ বছর থেকে ভাড়া না দিয়ে মো: গোলাম মাহবুব, মো: বকুল মিয়া, আইরিন পারভিন, চন্দনা সরকার গং জোবর দখল করে আসিতেছেন।
আমার বাবা বেঁচে থাকতে তাদের সঙ্গে দোকান ভাড়া চুক্তি করেন। কিন্তু আমার বাবা ২০১৫ সালে মারা যাওয়ার পর থেকে তারা আমার সঙ্গে নতুন করে কোন চুক্তিপত্র, ভাড়া বা দোকান ঘর ছেড়ে দেয়নি। আমি এই ৯ বছরে তাদেরকে হাজার বার বলেও কাজ হয়নি। বরং তারাই আমাকে হুমকি ধামকির উপর রেখেছে। যদি আমি বাড়াবাড়ি করলে তারা আমার পরিবারের একজনকে বেঁচে থাকতে দিবে না সহ বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে ভয়ভীতি দিয়ে আসতেছেন।
আমার পরিবারে বাবা, মা, ভাই ও বোন কেউ নেই। সবাই মারা গেছে। আমি এতিম। তাই এতিমের সরলতার সুযোগ নিয়ে গোলাম মাহবুব, বকুল মিয়া, আইরিন পারভিন ও চন্দনা সরকার ৯ বছর থেকে কোন প্রকার চুক্তিপত্র, ভাড়া ও দোকান না ছেড়ে দিয়ে জোবর দখল করে বিভিন্ন প্রকার ভয় ভীতি দেখিয়ে আসছে।
আমি আপনাদের মাধ্যমে অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডঃ মুহাম্মদ ইউনূস এর কাছে বিচার চাই। আমি এতিম। আমার এই ইতিমের হক যদি ফিরিয়ে দেয়। যারা আমার সঙ্গে এরকম অন্যায় করছে তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে শাস্তির ব্যবস্থা করার জোর দাবি জানাচ্ছি।।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles