নিয়মিত অফিস করেন না ঝিনাইদহ সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর নারায়ণ চন্দ্র বিশ্বাস। অফিস চলাকালীন সময়ে অফিসে তালা ঝুলিয়ে বাইরে থাকেন তিনি, এমন অভিযোগের প্রেক্ষিতে আজ সরেজমিনে ঝিনাইদহ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ে অবস্থিত তার অফিস কক্ষে গিয়ে দেখা যায় কক্ষে তালা ঝুলছে। অফিসের প্রয়োজনে বাইরে থাকলে গেটের বাইরে লিখিত নোটিশ দেওয়ার কথা থাকলেও তেমন কিছু লেখা নেই। খোঁজ নিয়ে আরো জানা গেল তিনি স্যানিটারী ইন্সপেক্টর হিসেবে শহরের বিভিন্ন দোকান প্রতিষ্ঠান থেকে নিয়মিত মাসোহারা টাকা নেন। যারা টাকা দিতে অপারগতা জানায় তাদের দোকানেই অভিযান পরিচালনা করে হয়রানি করে, জরিমানা করান।
সরকারি চাকুরী করলেও কোন কিছুরই যেন তোয়াক্কা করেন না তিনি। অফিসের একজন কর্মচারী নাম না প্রকাশ করার শর্তে জানান অফিসের পাশেই তার বাড়ি। তাই হয়তো তাড়াতাড়ি চলে গেছে। এদিকে কোন সেবাপ্রত্যাশীরা প্রয়োজনে ফোন দিলেও তাকে পাইনা। এ ব্যাপারে নারায়ণ চন্দ্র বিশ্বাসের বক্তব্য জানতে তার ০১৭১৪৯৫৯৪৬৭ মোবাইল নম্বরে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।
ঝিনাইদহ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মিথিলা ইসলাম কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, স্যানিটারি ইন্সপেক্টর নারায়ণ চন্দ্র মোবাইল কোর্ট বা অভিযানে ব্যস্ত থাকায় হয়তো অফিসে অনুপস্থিত থাকেন। তবে তিনি সকালে অফিসে এসে হাজিরা খাতায় স্বাক্ষর করে যান। অফিস কক্ষ বন্ধ থাকলে নোটিশ থাকার কথা স্বীকার করেন। আর অবৈধভাবে টাকা নেওয়ার বিষয়টিও তিনি দেখবেন।