অবৈভ পথে সীমান্ত পারাপারে ঢল নেমেছে। ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবাধে ভারত থেকে বাংলাদেশে মানুষ ঢুকছে। তবে এর বেশির ভাগ অধরা থাকছে বলে সীমান্তের বাসিন্দরা অভিযোগ করেন। বাংলাদেশের লকডউন শিথিল করার খবরে অবৈধ পথে ভারত থেকে এ ভাবে সীমান্ত পাড়ি দিয়ে মানুষ আসায় চিন্তিত মহেশপুর সীমান্তের মানুষ। গত বৃহস্পতিবার (১৫ জুন) অবৈধ পারাপারের সময় ৬ জনকে আটকের পর শুক্রবার আরো তিনজনকে আটক করেছে বিজিবি। আটককৃতরা হচ্ছে, যশোর জেলার মনিরামপুর থানার বালিয়াডাংগা গ্রামের মৃত সাহেব আলীর ছেলে মোঃ খালিদ হাসান সজিব (২১), তার স্ত্রী মোছাঃ ঈশিতা খাতুন নুপুর (১৮) এবং খুলনা জেলার বটিয়াঘাটা থানার কাটামারী গ্রামের প্রজেশ রায়ের মেয়ে পম্পিনা রায় (২১)। দালালদের মাধ্যমে তারা ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করে বলে আটক হওয়ার পর তারা জানিয়েছেন। মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, মহেশপুর থানার কাঞ্চনপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে মহেশপুর থানায় মামলা হয়েছে।