28.9 C
Bangladesh
Thursday, 19, June 2025
spot_img

অরবিট ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজির নবীন বরণ ও ১০ম ব্যাচের বিদায়ী অনুষ্ঠান

মোঃ মুক্তাদির হোসেন :
নরসিংদীতে অরবিট ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজির ১৩ ও ১৪ তম ব্যাচের নবীন বরণ ও ১০ম ব্যাচের বিদায়ী অনুষ্ঠান উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে নরসিংদী শিশু একাডেমী হলরুমে অরবিট ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজির অধ্যক্ষ প্রকৌশলী মোঃ এনামুল হুসাইন এর সভাপতিত্বে ও মাহমুদুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধন করেন অরবিট ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজির পরিচালক ও উত্তরা ইউনিভার্সিটির তড়িৎ ও ইলেক্ট্রনিক প্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক প্রকৌশলী মোঃ দেলওয়ার হোসেন।প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নরসিংদী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী নীহার রঞ্জন দাস।
অনুষ্ঠানের শুরুতে আগত অতিথি ও নবীন ছাত্র-ছাত্রীদের ফুল দিয়ে বরণ করার পাশাপাশি বিগত বছরে যেসকল শিক্ষার্থী ভালো ফলাফল করে প্রতিষ্ঠানের মুখ উজ্জ্বল করেছে তাদেরকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
সভায় বক্তারা নরসিংদীর বেসরকারি প্রতিষ্ঠান গুলোর মধ্যে কারিগরি শিক্ষায় অনবদ্য সাফল্য অর্জন করায় অরবিট ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজির পরিচালক, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীদের ভূয়সি প্রশংসা করেন। সেইসাথে সফলতার ধারা অব্যাহত রাখতে ছাত্র – ছাত্রীদের নিয়মিত ক্লাসে উপস্থিত থেকে শিক্ষকদের দেওয়া দিকনির্দেশনাগুলো অনুসরণ করার অনুরোধ জানান।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নরসিংদীর সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম বুলবুল, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাজ্জাদ পারভেজ, বাংলাদেশ তাঁত বোর্ড নরসিংদীর অতিরিক্ত দায়িত্বরত অধ্যক্ষ মোঃ মাহবুবুল হক, অরবিট ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজির পরিচালক প্রকৌশলী মোঃ সুজন খন্দকার ও নরসিংদী মডার্ন নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষ মোঃ সুমন রানা।
এসময় অরবিট ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং এন্ডটেকনোলজির সকল শিক্ষক, ১০, ১৩ ও ১৪ তম ব্যাচের সকল শিক্ষার্থী ওঅভিভাবক সহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles