28.9 C
Bangladesh
Thursday, 19, June 2025
spot_img

‘আপন যে জন’ নিয়ে আশাবাদী আইরা

চলতি প্রজন্মের মডেল-অভিনেত্রী আনিকা আইরা। বেশকিছু টিভিসি’র মাধ্যমে এরমধ্যে আলো ছড়িয়েছেন। কাজ করছেন নাটকেও।

এদিকে আইরা যখন ক্লাস টেন-এ পড়েন তখনই শোবিজে কাজ শুরু করেন মডেলিংয়ের মধ্যদিয়ে। অভিনয়ও করা হয়। তারপর পড়াশোনাসহ বিভিন্ন কারণে একটা গ্যাপ।

এরপর গত বছর থেকে ফের কাজ শুরু করেন মডেলিংয়ে। সে সময় তিনি মোহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘মনের সাথী’ ও ‘লাইক ফাদার লাইক সন’- নাটকে অভিনয় করেন। ফের এইচএসসি’র পর কাজ শুরু করেন তিনি।

বর্তমানে আইরা রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের চতুর্থ সেমিস্টারে পড়াশোনা করছেন। পাশাপাশি চালিয়ে যাচ্ছেন টিভিসি ও ফটোশুটের কাজ। শুধু তাই নয়, এরইমধ্যে নাটকে নিয়মিত হচ্ছেন তিনি। সম্প্রতি তিনি কাজ শেষ করেছেন একটি নাটকের। নাম ‘আপন যে জন’। এটি পরিচালনা করেছেন মুহাম্মদ মিফতাহ আনান। এ নাটকে মুশফিক আর ফারহানের বিপরীতে অভিনয় করতে দেখা যাবে আইরাকে।

এ ছাড়াও নাটকটিতে অভিনয় করেছেন সাবেরী আলম। এর বাইরে আরও কয়েকটি নাটকে কাজের কথাবর্তা হচ্ছে তার।

‘আপন যে জন’ নাটকটি নিয়ে বেশ আশাবাদী আইরা বলেন, আমি সত্যি বলতে গতানুগতিক গল্পের নাটক পছন্দ করি না। বেশকিছু প্রস্তাবও এসেছে। সেগুলো করিনি। একটু ভিন্ন গল্পের কাজ করতে চাই। ‘আপন যে জন’ নাটকটি সেরকমই। কাজ করে ভালো লেগেছে। এদিকে সামনে ভালো গল্পেই কেবল কাজ করতে চান আইরা, সেটা সিনেমা হোক কিংবা নাটক। তিনি বলেন, আমার কাছে গল্পটা মুখ্য।

যেকোনো প্ল্যাটফরমেই আমি কাজ করতে চাই, যদি গল্পটা ভালো ও ভিন্ন হয়। এদিকে আইরার করা টিভিসি’র মধ্যে রয়েছে এয়ারটেল, বাংলালিংক, সেনোরা, পন্ডস, সিটি ব্যাংক, দারাজ, প্রাণ প্রভৃতি। ফটোশুট করেছেন সেইলর, ক্রে ক্র্যাফট, টুয়েলভ, সিটি ব্যাংক, ইউসিবি ব্যাংক, ভিভো, ইনফিনিক্স, মি.নুডুল্স, আড়ং প্রভৃতি।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles