ঝিনাইদহ সদর উপজেলা বংকিরা গ্রামে হতদরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। গতকাল ঝিনাইদহের সিনিয়র গনমাধ্যমকর্মী ও আমার বাংলাদেশ ফাউন্ডেশনের ইউনিট প্রধান আসিফ কাজল এ সব কম্বল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এ সময় সাধুহাটী ইউনিয়নের ওয়ার্ড মেম্বর শহিদুল ইসলাম মনসাদ, তোয়াজ উদ্দীন, ইউনিট সদস্য অনিক সাফওয়ান, আজমুল বিশ্বাস, শাহিন বিশ্বাস, আলাউদ্দীন মন্ডল, রোকনুজ্জামান ও এহসানুল বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন। মৌলিক চাহিদা ও সামাজিক মানোউন্নয়ন কর্মসুচির আওতায় আমার বাংলাদেশ ফাউন্ডেশনের উদ্যোগে এই কম্বল বিতরণ করা হয়।