28.9 C
Bangladesh
Thursday, 19, June 2025
spot_img

ইবিতে বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন শেখ রাসেল হল

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শেখ রাসেল দিবস উপলক্ষে আয়োজিত শেখ রাসেল স্মৃতি আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতা-২০২৩ এর চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে। এতে চ্যাম্পিয়ন হয়েছে শেখ রাসেল হল। মঙ্গলবার (১৭ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল হলের টিভি কক্ষে এই ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়।

শেখ রাসেল দিবস উদযাপন কমিটির উদ্যোগে ও ইবি ডিবেটিং সোসাইটির (আইইউডিএস) সহযোগিতায় ‘শিশু নির্যাতন রোধে আইনের চেয়ে জনসচেতনতাই বেশি জরুরী’ শিরোনামে আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে অংশগ্রহণ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল (সরকারি দল) ও শেখ রাসেল হল (বিরোধী দল)।

ছায়া সংসদে প্রধানমন্ত্রী হিসেবে প্রস্তাব উত্থাপন করেন ফুয়াদ হাসান। এ ছাড়া সরকার দলীয় মন্ত্রী হিসেবে আব্দুল্লাহ আল নোমান ও দলীয় সাংসদ হিসেবে সোলাইমান তালুকদার প্রস্তাবনার পক্ষে যুক্তিতর্ক উত্থাপন করেন। এদিকে বিরোধী দলীয় নেতা হিসেবে সায়েম আহমেদ, উপনেতা নাহিদ হাসান ও দলীয় সাংসদ হিসেবে অনিন্দ্য সাহা প্রস্তাবনার বিপক্ষে যুক্তিতর্ক উত্থাপন করেন।

এ প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন- আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক সাহিদা আক্তার আশা, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ফৌজিয়া খাতুন, ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. ধনঞ্জয় কুমার।

এ সময় আরও উপস্থিত ছিলেন- শেখ রাসেল হলের প্রভোস্ট, শেখ রাসেল দিবস উদযাপন কমিটির আহ্বায়ক ও প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. দেবাশীষ শর্মা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রোভোস্ট অধ্যাপক ড. মাহবুবুল আরেফীন, ইবি ডিবেটিং সোসাইটির মডারেটর ও বিশ্ববিদ্যালয় আইআইইআরের পরিচালক অধ্যাপক ড. মামুনুর রহমান, বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সভাপতি আবু হুরাইরা, সাধারণ সম্পাদক নাজমুস সাকিবসহ বিভিন্ন হল ডিবেটিং সোসাইটির নেতৃবৃন্দ।

এর আগে গত রোববার (১৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের আটটি হল নিয়ে এ বিতর্কের প্রথম পর্ব শুরু হয়। এতে শহীদ জিয়াউর রহমান হলকে হারিয়ে শেখ রাসেল হল, সাদ্দাম হোসেন হলকে হারিয়ে দেশরত্ন শেখ হাসিনা হল, লালন শাহ হলকে হারিয়ে বেগম খালেদা জিয়া হল ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলকে হারিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল সেমিফাইনালে উঠতে সক্ষম হন। সেমিফাইনালে দেশরত্ন শেখ হাসিনা হলকে হারিয়ে শেখ রাসেল হল ও বেগম খালেদা জিয়া হলকে হারিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ফাইনালে উঠতে সক্ষম হন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles