যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে শরীয়তপুরে অনুষ্ঠিতব্য জাতীয় পর্যায়ের উদ্যোক্তা সম্মেলন ২০২১ এ অংশগ্রহণের জন্য মনোনীত হয়ে অংশগ্রহণ করছেন ঝিনাইদহের তরুণ উদ্যোক্তা রাষ্ট্রপতি পদক ও শ্রেষ্ঠ যুব সংগঠক পুরস্কার প্রাপ্ত মিরাজ জামান রাজ।
যুব উন্নয়ন অধিদপ্তর, ঢাকার এক সরকারি পত্রের মাধ্যমে এতথ্য জানানো হয়। মিরাজ জামান রাজ ছাড়াও জাতীয় যুব পুরস্কার প্রাপ্ত, যুব উদ্যোক্তা, আত্মকর্মী ও সংগঠক মোট ১৬ জন এবছর সরকারি মনোনয়নে উদ্যোক্তা সম্মেলনে অংশ্রগ্রহন করবেন। ১৪ মার্চ হতে শুরু হওয়া উদ্যোক্তা সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মেলনের উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এমপি।