আফগানিস্তান যেন বাংলাদেশ প্রিয় ও নিত্য দিনের প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে। আফগানদের বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে, টি-টোয়েন্টি সিরিজ শেষে বাংলাদেশের পরবর্তী খেলা এশিয়া কাপে। সেখানেও নিজেদের প্রথম ম্যাচে রাশিদ খান, মোহাম্মদ নবিদের বিপক্ষে খেলবে টাইগাররা। এরপর বিশ্বকাপের প্রথম ম্যাচেও প্রতিপক্ষ আফগানিস্তান।
বিশ্বকাপের সূচি প্রকাশ হয়েছে আগেই। এশিয়া কাপের সূচিও চূড়ান্ত তবে প্রকাশের অপেক্ষা এখনো। যদিও এর মধ্যেই খসড়া সূচির তথ্য প্রকাশ করেছে ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো।
তাদের প্রকাশিত প্রতিবেদক অনুসারে টুর্নামেন্ট এগিয়ে আসছে একদিন। ৩১ আগস্টের পরিবর্তে শুরু হবে ৩০ আগস্ট, তবে ফাইনাল থাকছে ১৭ সেপ্টেম্বরই। উদ্বোধনী ম্যাচ মুলতানে, ফাইনাল কল্মবোয়। আগের মতোই হাইব্রিড মডেলে অনুসারে পাকিস্তানে হবে ৪ ম্যাচ, শ্রীলঙ্কায় ৯ ম্যাচ।
২ সেপ্টেম্বর ক্যান্ডিতে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। ৩ সেপ্টেম্বর লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে খেলবে বাংলাদেশ-আফগানিস্তান। পূর্বের খসড়া সূচি অনুসারে পাকিস্তানে ৪ ম্যাচের সবকটিই লাহোরে হওয়ার কথা ছিল ছিল। তবে পিসিবির নতুন চেয়ারম্যান জাকা আশরাফ বাড়িয়েছেন আরও একটি ভেন্যু। মুলতানে উদ্বোধনী ম্যাচের পর বাকি ৩ ম্যাচ লাহোরে হবে। পূর্ণাঙ্গ সূচি প্রকাশ হতে পারে আজ (১৯ জুলাই) রাতে।