চট্টগ্রাম শাহ আমানত বিমান বন্দর থেকে মহানগরী পর্যন্ত কর্ণফুলী নদীর পাড় লিজ দিয়ে কোনো ধরনের শিল্প কল-কারখানা নির্মাণ করতে দেয়া হবে না। অতি দ্রুত নদীর পাড় দখলমুক্ত করতে হবে। যাহা সার্কিট হাউজে এক বক্তব্য জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম। তিনি বলেন, চট্টগ্রাম দেশের অর্থনীতির প্রাণ কেন্দ্র । এই শহরকে আমরা কেউ অবহেলা করতে পারিনা করার কোনো সুযোগ নেই করতে কিছুইতে দেয়া হবেনা আজ চট্টগ্রাম সার্কিট হাউজে আয়োজিত চট্টগ্রাম মহানগরীর জলাবদ্ধতা নিরসন, কর্ণফুলী নদীর নাব্যতা বৃদ্ধি, এবং দখল ও দূষণ রোধে গৃহীত কার্যক্রম পর্যালোচনার লক্ষ্যে মতবিনিময় সভায় আয়োজিত অনুষ্ঠানে মাননীয় এলজিআরডি মন্ত্রী এসব কথা বলেন।