28.9 C
Bangladesh
Thursday, 19, June 2025
spot_img

কালীগঞ্জে ছাত্র-জনতা হত্যার বিচারের দাবীতে বিএনপির বিক্ষোভ মিছিল

মোঃ মুক্তাদির হোসেন। গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের কালীগঞ্জে ছাত্র-জনতা হত্যাকরী শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের দাবীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) উপজেলা ও পৌর শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে হাজার হাজার নেতা, কর্মী ও সমর্থক খন্ড খন্ড মিছিল নিয়ে জড়ো হয় কালীগঞ্জ আর আর এন সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে। দুপুর ১১টায় বিএনপির সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক গাজীপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য গাজীপুর জেলা বিএনপির সভাপতি একেএম ফজলুল হক মিলন এর নেতৃত্বে বর্ণাঢ্য বিক্ষোভ মিছিল উপজেলার প্রধান প্রধান সড়ক পদক্ষিণ শেষে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশে মিলিত হন।

উপজেলা বিএনপির সভাপতি মো. হুমায়ুন কবির মাষ্টার এর সভাপতিত্বে পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম প্রধান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক গাজীপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য গাজীপুর জেলা বিএনপির সভাপতি একেএম ফজলুল হক মিলন। বিশেষ অতিথি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. খায়রুল আহসান মিন্টু, সাধারণ সম্পাদক মো. খালেকুজ্জামান বাবলু, সাংগঠনিক সম্পদক মো. মাহবুবুর রহমান সবুজ, কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো. লুৎফর রহমান।
বক্তব্য রাখেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশরাফ নেওয়াজ চৌধুরী শাওন, জেলা তাতী দলের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, উপজেলা যুব দলের সাবেক সভাপতি আলমগীর হোসেন স্বপন, সদস্য সচিব হাসানুর রহমান জুয়েল, সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান, জেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পদক মো. ইয়াছিন মোল্লা, তুমলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. সিরাজ উদ্দিন, সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন আহমেদ, নাগরী ইউনিয়ন বিএনপির সভাপতি রহিম সরকার, বাহাদুরশাদী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জয়নাল আবেদীন, জামালপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন মেম্বার ও পৌর বিএনপির সহ-সভাপতি সালাহ উদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক মো. রুহুল আমিন মোল্লা, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক মো. মোশারফ হোসেন লিটন, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম, পৌর কাউন্সিলর মো. মোফাজ্জল হোসেন মোমেন প্রমূখ।

বক্তাগণ বলেন, বিডিআর বিদ্রোহের ঘটনায় সেনা কর্মকর্তাদের হত্যাকান্ড, হেফাজতের আলেমদের ওপর গণহত্যা, সাংবাদিক দম্পতি সাগর-রুনির হত্যা সহ বিগত ১৭ বছর ধরে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে লড়াইরত ইলিয়াস আলীসহ বিএনপি ও বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মী এবং সাধারণ মানুষকে গুম-খুন-হত্যা-নির্যাতনের বিচার দাবী করেন। এছাড়া, ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণ করে শত শত প্রাণহানির ঘটনা ঘটেছে। এসব অভিযোগে শেখ হাসিনা ও তার দোসরদের বিচার দাবি করা হয়।

এ সময় উপজেলা স্বেচ্ছাসেবক সদস্য সচিব রাশিদুল হাসান রিপন, যুগ্ম আহবায়ক পনির খন্দকার, আমিনুল ইসলাম শরীফ, উপজেলা ছাত্র দলের আহবায়ক রুবেল শেখ, পৌর ছাত্র দলের আহবায়ক মাজহারুল ইসলাম বিপ্লব, সদস্য সচিব সৈকত হোসেন ইমরান, কালীগঞ্জ সরকারী শ্রমিক কলেজ শাখা ছাত্র দলের আহবায়ক হাসিবুল ইসলাম শান্ত ও সদস্য সচিব মো. হিমেল খান সহ উপজেলা, পৌর, বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles