28.9 C
Bangladesh
Wednesday, 9, July 2025
spot_img

কালীগঞ্জে ভিডব্লিউবি কার্ড বিতরণ ও প্রায় ১৯ কোটি টাকার রাস্তার মেরামত কাজের উদ্বোধন

গাজীপুরের কালীগঞ্জে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তাবায়নাধীন ভালনারেবল উইমেন বেনেফিট (ভিডব্লিউবি) পূর্বের ভিজিডি কার্যক্রমের আওতায় ২০২৩-২৪ চক্রের নির্বাচিত উপকার ভোগীদের মধ্যে ভিডব্লিউবি কার্ড বিতরণ ও স্থাণীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়ণে উপজেলার বিভিন্ন ইউনিয়নে প্রায় ১৯ কোটি টাকা ব্যয়ে ৭টি রাস্তার মেরামত ও উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারী) সকালে উপজেলার বাহাদুরশাদী ইউনিয়নের ফকির সামসুদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে বাহাদুরশাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাবুদ্দিন আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি মেহের আফরোজ চুমকি, এম.পি।

বিশেষ অতিথি ছিলেন কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, উপজেলা নির্বাহী অফিসার আসসাদিকজামান, কেন্দ্রীয় তাঁতী লীগের সাধারণ সম্পাদক বাবু খগেন্দ্র চন্দ্র দেবনাথ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এইচ এম আবু বকর চৌধুরী, কালীগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি ও মেয়র এস এম রবিন হোসেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মনিরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক মো. শরিফুল ইসলাম খান কনক, সদস্য মাজেদুল ইসলাম সেলিম, উপজেলা যুবলীগের সভাপতি এস এম আলমগীর হোসেন, জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. খাইরুল আলম প্রমূখ।
পরিশেষে প্রধান অতিথি স্থাণীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়ণে উপজেলার বিভিন্ন ইউনিয়নে প্রায় ১৯ কোটি টাকা ব্যয়ে মোট ৭টি রাস্তার মেরামত ও উন্নয়ন কাজের শুভ উদ্বোধন শেষে উপজেলার বাহাদুরশাদী ও জামালপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ভালনারেবল উইমেন বেনেফিট (ভিডব্লিউবি) কার্যক্রমের আওতায় ২০২৩-২৪ চক্রের নির্বাচিত ৩২২৬ জন উপকার ভোগীদের মধ্যে ভিডব্লিউবি কার্ড বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক মো. মস্তফা কামাল, জামালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মাহাবুবুর রহমান ফারুক মাষ্টার, বাহাদুরসাদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. সিরাজুল ইসলাম মাষ্টার, সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জুয়েনা আহমেদ, সাধারণ সম্পাদক মাহফুজা পারভীন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মো. ছাইয়ুম মিয়া ছায়েম, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রাহাদ খান রোমেল।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles