জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কুষ্টিয়া জেলার ১১টি সাংগঠনিক কমিটির প্রতিনিধি সভা শুক্রবার দুপুরে ঝিনাইদহে অনুষ্ঠিত হয়। শহরের কাঞ্চনগর এলাকায় জেলা বিএনপির সদস্য সচিবের বাসার একটি হল রুমে আয়োজিত প্রতিনিধি সভায় সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা শাখার সভাপতি আব্দুল হাকিম মাসুদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আলহাজ্ব জামির হোসেন। বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি খুলনা বিভাগের দ্বায়িত্বপ্রাপ্ত নেতা তৈয়বুর রহমান, ঝিনাইদহ জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. এম এ মজিদ, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ডি জেড এম হাসান বিন শফিক সোহাগ, সহ-সাধারণ সম্পাদক আকরাম হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক হাসিবুর রহমান মুন্না, এস এম গালিব ইমতেয়াজ নাহিদ, কুষ্টিয়ার আবু সাঈদ জাকারিয়া উৎপল, জাকারিয়া আহম্মেদ বাবু, শাহীন জোয়ার্দ্দার, রেজাউর রহমান রেজা ও বকুল আলী। বক্তারা বলেন, বর্তমান সরকার বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে ভয় পায়। এ জন্য তাকে নিয়ে নানাভাবে অপপ্রচারে লিপ্ত। সভা শেষে কুষ্টিয়ার ৬টি উপজেলা ও ৫ টি পৌরসভায় স্বেচ্ছাসেবক দলের কমিটি গঠন উপলক্ষে প্রার্থীদের স্বাক্ষাতকার গ্রহণ করেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।