কুষ্টিয়া কুমারখালীতে গড়াই নদী থেকে অজ্ঞাত এক মহিলার ভাসমান গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
(২৮ জুলাই) বুধবার সন্ধায় কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের জয়নাবাদ ইসতেমা মাঠ সংলগ্ন গড়াই নদী থেকে এই লাশ উদ্ধার করা হয়।
স্থানীয় এলাকাবাসী জানান, বুধবার বিকেল ৫টার দিকে চাপড়া জয়নাবাদ ইসতেমা মাঠ সংলগ্ন গড়াই নদীতে গলিত এক লাশ ভাসতে দেখে স্থানীয়রা। কুমারখালী থানা পুলিশের সহযোগিতায় নৌ পুলিশ এসে লাশ উদ্ধার করে। তবে লাশের নাম পরিচয় এখন ও যানা যায়নি।
এদিকে নদীতে ভাসমান লাশের খবর মূহুর্তেই ছড়িয়ে পড়লে লাশ দেখতে ভিড় জমায় এলাকাবাসী।
এ বিষয়ে কুমারখালী থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান তালুকদার বলেন, গড়াই নদীতে ভাসমান লাশ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে লাশটি নৌ পুলিশ উদ্ধার করে কাটাইখানা মর্গে প্রেরণ করে।
তিনি আরও জানান, নিহতের শরীরে খয়েরী শাড়ী, খয়েরী ব্লাউজ, বামহাতে কাঁচের চুরি ও ডান পাঁয়ে একটি রূপার তোড়া ছিল।