ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা ও পৌর শ্রমিক লীগের নবগঠিত কমিটির সকল নেতাকর্মীদের সমন্বয়ে এক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার (১৮ই জুন) বিকালে পৌর পাঠাগার মিলনায়তনে উপজেলা শ্রমিক লীগের সভাপতি আব্দুল জলিল বিশ্বাসের সভাপতিত্বে ও পৌর শ্রমিক লীগের সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল মামুন এর সঞ্চালনায় উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল করিম। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের আহবায়ক মীর মনিরুল আলম, যুগ্ম আহবায়ক আজম বিশ্বাস, জেলা যুবলীগের সদস্য আব্দুর রউফ, উপজেলা যুবলীগ নেতা আব্দুর হেকিম,পৌর যুবলীগের সভাপতি মেহেদি হাসান বুলবুল, উপজেলা শ্রমিক লীগের সাধারন সম্পাদক বি এম নাসির, সাংগঠনিক সম্পাদক আসলাম উদ্দীন, পৌর শ্রমিক লীগের সভাপতি সাখাওয়াত খান রিপন,সাংগঠনিক সম্পাদক রমজান আলী প্রমুখ। অনুষ্ঠানে নবনির্বাচিত উপজেলা ও পৌর শ্রমিক লীগের সকল নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এসময় আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠনের নেতাকর্মিরা ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।