ঝিনাইদহের কোটচাঁদপুর মেইন বাজারে ব্যবসা প্রতিষ্ঠানে পাটের বস্তা ব্যবহারের বিপরীতে প্লাষ্টিক বস্তা ব্যবহার করায় তিন ব্যবসয়ীকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
সোমবার (১৭জানুয়ারি) দুপুরে পৌর শহরের মেইন বাজারে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে এই অভিযান পরিচালনা করা হয়। এসময় পাটের বস্তা ব্যবহারের বিপরীতে প্লাষ্টিক বস্তা ব্যবহার করায় চাল ব্যবসায়ী শংকর সাহা, সঞ্জিত ঘোষ ও পোল্টি ব্যবসায়ী জাহাবক্স কে পৃথকভাবে ২৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. দেলোয়ার হোসেনের নের্তৃত্বে ভ্রাম্যমাণ আদালতে উপস্থিত ছিলেন, পাট মূখ্য কর্মকর্তা আক্তারুজ্জামান সহ মডেল থানা পুলিশের একটি টিম।