ঝিনাইদহের কোটচাঁদপুরে মায়ের কোলে ঘুমন্ত অবস্থায় সঙ্গীতা নামে ৬ মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার ভোরে পৌর শহরের সলেমানপুর শীববাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। শিশুটি ওই গ্রামের জয়ন্ত শর্মার মেয়ে।
পরিবার সূত্রে জানাযায়, রবিবার ভোরের দিকে শিশু সঙ্গীতাকে তার মা বুকের দুধ খাওয়ান। পরে শিশুটি মায়ের বুকেই ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পরে শিশুটিকে তার মা অজ্ঞান অবস্থায় দেখতে পায়।
পরিবারের সদস্যরা দ্রুত তাকে স্থানীয় পল্লী চিকিৎসক ডাঃ শিবপদ’র নিকট নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে শিশুটি বুকে দুধ আটকিয়ে মৃত্যু বরণ করেছেন। এঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।