ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার (৫ই আগষ্ট) সকালে উপজেলা পরিষদ চত্বরে শেখ কামালের অস্থায়ী প্রতিকৃতিতে স্বাস্থবিধি মেনে পুষ্পমাল্য অর্পণ করা হয়। প্রথমে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা চেয়ারম্যান শরিফুন্নেচ্ছা মিকি ও নির্বাহী কর্মকর্তা দেলোয়ার হোসেন পুষ্পস্তবক অর্পণ করেন। তারপরই পৌরসভার পক্ষ থেকে পুষ্টস্তবক অর্পণ করেন পৌর মেয়র সহিদুজ্জামান সেলিম। এসময় আরও উপস্থিত ছিলেন প্যানেল মেয়র শেখ সোহেল আরমান, প্যানেল (২)জাহিদ হোসেন, পৌর কাউন্সিলল আঃ মাজেদ, মাহাবুব খান হানিফ, খাইরুল ইসলাম, সোহেল আল মামুন, পৌরসভার সচিব সহ উপেলা প্রশাসন ও পৌরসভার সকল কর্মকর্তা-কর্সচারী বৃন্ত ও স্থানীয় বিভিন্ন প্রিন্ট পত্রিকার সাংবাদিক বৃন্দ।