ঝিনাইদহের কোটচাঁদপুরে করোনাভাইরাস পরিস্থিতিতে স্থানান্তর করা খুচরা সবজি বাজার ও মাছ বাজার পরিদর্শন করে আড়তদার, পাইকারি কাঁচা বাজার ও মাছ বাজার ব্যবসায়ীদের সামাজিক দূরত্ব বজায় রেখে ব্যবসা পরিচালনা করার নির্দেশ দিয়ে সকলকে আরও সচেতন হওয়ার আহবান জানিয়েছেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আঃলীগের সভাপতি শরিফুন্নেসা (মিকি)।
বুধবার (১৪ই জুলাই) সকাল ১১ টার দিকে বাজার পরিদর্শন শেষে ব্যবসায়ী ও আড়তদার মালিক গণের সাথে আলাপ কালে এই নির্দেশ দেন তিনি। সারা বিশ্বের মত বাংলদেশেও করোনা ভাইরাস মহামারি আকারে ছড়িয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে করোনাভাইরাসের সংক্রমণ রোধে সকলের মাঝে জনসচেতনতা সৃষ্টি সহ সরকারি নির্দেশনা বাস্তবায়নে উপজেলা ও থানা প্রশাসন সহ উপজেলা পরিষদ এবং অন্যান্য প্রতিষ্ঠান নিরলসভাবে কাজ করে যাচ্ছে।এরই অংশ হিসেবে উপজেলা ও থানা প্রশাসন এবং পৌর পরিষদের ত্রি-পক্ষীয় বৈঠকে শহরে লোকসমাগম এড়াতে খুচরা কাঁচা বাজার ও মাছ বাজার অন্যত্র স্থানান্তরের সিদ্ধান্ত নেয়া হয়।এর আগে খুচরা সবজি ও মাছ বাজারটি পৌর সবজি বাজার থেকে সরিয়ে পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে নেয়া হয়। সুত্রটি জানায় উপজেলা প্রশাসনের এ সিদ্ধান্ত বাস্তবায়ন হওয়ায়,এসময় তিনি ওই বাজারের বিভিন্ন খুচরা দোকান এবং বাজার ঘুরে দেখেন। এসময় পৌর মাছ ব্যবসায়ী সমিতির সভাপতি আমিরুল শেখ ও ব্যবসায়ী আব্দুর বারিক এর সাথে বাজারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন ।ওই বাজারের ক্রেতা ও বিক্রেতাদের উদ্দেশ্যে বলেন, বর্তমানে করোনাভাইরাস পরিস্থিতিতে আমরা সকলেই উদ্বিগ্ন।তারপরেও সরকারি নির্দেশনা পালনে আমরা সকলেই সচেষ্ট রয়েছে।তিনি সকলকে আরও সচেতন হওয়ার আহবান জানিয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে বেচাকেনার নির্দেশনা দেন।